ঢাকা শিক্ষা বোর্ডে এবার মোট ৩ লাখ ৩৩ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ছাত্র ১ লাখ ৭৪ হাজার ১২ জন, ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ৪৮২ জন।
একইভাবে রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ২১ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৬৭ হাজার ৬২ জন, ছাত্রী ৫৪ হাজার ৭৭৪ জন। পাস করেছে ৮৬ হাজার ৮৭২ জন। এ বোর্ডে ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৪৬ শতাংশ আর ছাত্রী পাসের হার ৭৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ এ বোর্ডেও ছাত্রীরা এগিয়ে। এ বোর্ডে মোট পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ।
ব্যতিক্রম শুধুমাত্র কুমিল্লা বোর্ড। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৭২ জন। এরমধ্যে ছাত্র ৪৮ হাজার ৪ জন, ছাত্রী ৫২ হাজার ৩৬৮ জন। এ বোর্ডে ছাত্র পাসের হার ৪৯ দশমিক ৫৬ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৪৯ দশমিক ৪৮ শতাংশ। কুমিল্লা বোর্ডে মোট পাসের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ।
যশোর বোর্ডে এবার মোট ৯৫ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ গ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৫০ হাজার ৭৯১ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯০১ জন। এ বোর্ডে পাসের হারে ছাত্রীরা এগিয়ে। এখানে দেখা যায় ছাত্র পাসের হার ৬৬ দশমিক ৫৬ শতাংশ আর ছাত্রী ৭৩ দশমিক ৯৩ শতাংশ। যশোর বোর্ডে গড় পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থী ৮২ হাজার ৪১৪ জন। এরমধ্যে ছাত্র ৪১ হাজার ৫০৩ জন এবং ছাত্রী ৪০ হাজার ৯১১ জন। ছাত্র পাসের হার ৫৯ দশমিক ৫৫ শতাংশ আর ছাত্রী পাসের হার ৬২ দশমিক ৬৫ শতাংশ। গড় পাসের হার ৬১ দশমিক ০৯ শতাংশ।
বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬০ হাজার ৪৮৬ জন। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ২৯ হাজার ৮৭৮ জন। এ বোর্ডে গড়ে ৬৭ দশমিক ৩৬ শতাংশ ছাত্র পাস করেছে। আর ছাত্রী পাস করেছে ৭৩ দশমিক ৪১ শতাংশ। মোট পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ।
সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬৫ হাজার জন। এরমধ্যে ছাত্র ২৯ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ৩৫ হাজার ১২২ জন। ছাত্র পাসের হার ৭০ দশমিক ৩৯ শতাংশ আর ছাত্রী পাসের হার ৭৩ দশমিক ৩৬ শতাংশ। সিলেট বোর্ডে গড় পাসের হার ৭২ শতাংশ।
দিনাজপুর বোর্ডে মোট ১ লাখ ৫ হাজার ৪০০ জন। এরমধ্যে ছাত্র ৫৫ হাজার ৭২৭ জন, ছাত্রী ৪৯ হাজার ৬৭৩ জন। ছাত্র পাসের হার ৬২ দশমিক ৮১ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৬৮ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ডে গড় পাসের হার ৬৫ দশমিক ৪৪ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী এবার ৮টি সাধারণ বোর্ডে মোট ৯ লাখ ৬৪ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন। অর্থাৎ ৮ বোর্ডে মোট ফেল করেছে ৩ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসএম/আরআইএস