ব্যবসা শিক্ষায় যশোরে পাসের হার ৭৮ দশমিক ৫৩ শতাংশ। এই বোর্ডে ব্যবসা শিক্ষায় মোট শিক্ষার্থী ছিলো ২০ হাজার ৯৫৯ জন।
যশোরের পর ব্যবসা শিক্ষায় এগিয়ে সিলেট। সিলেটে পাসের হার ৭৭ দশমিক ৩৭ শতাংশ। এই বোর্ডে ব্যবসা শিক্ষায় মোট শিক্ষার্থী ১১ হাজার ২৩৮ জন। পাস করেছে ৮ হাজার ৬৯৫ জন।
সিলেট বিভাগে মেয়েরা ভালো ফল করেছে। তাদের পাসের হার ৭৮ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ দশমিক ৪০ শতাংশ। তবে কুমিল্লায় ব্যবসা শিক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। এই বিভাগে ব্যবসা শিক্ষায় পাসের হার মাত্র ৪৯ দশমিক ৬৩ শতাংশ। এ শাখায় মোট শিক্ষার্থী ছিলো ৩৭ হাজার ৮১৫ জন। পাস করেছে মাত্র ১৮ হাজার ৭৬৯ জন।
কুমিল্লা বোর্ডে ব্যবসা শিক্ষায় এগিয়ে মেয়েরা। পাসের হার ৫৩ দশমিক ৬১ শতাংশ। ছেলেরা ৪৬ দশমিক ৭৪ শতাংশ।
ব্যবসা শাখায় পাসের হার ঢাকা বোর্ডে ৭৪ দশমিক ৫০ শতাংশ, চট্টগ্রামে ৬৫ দশমিক ৩৬, বরিশালে ৭৪ দশমিক ৬৬, দিনাজপুরে ৬৬ দশমিক ১০ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জেডএম/