রোববার (২৩ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর এ কলেজগুলো মেধাবিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাস।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ৫০ জন শিক্ষার্থী। পাস করেছে সবাই। তবে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ১ হাজার ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৯ জন। পাস করেছে ১০৯০ জন। পাসের হার ৯৮.২৯ শতাংশ।
আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৫৭ শিক্ষার্থী। পাশের হার ৮৮.৯১। জিপিএ-৫ পেয়েছে ২৭৪ জন।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৯৮৩ ছাত্রী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩৮ জন। পাস করেছে ৮৩৮ জন। পাসের হার ৮৫.২৮ শতাংশ।
নটরডেম কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৮১১ জন শিক্ষার্থী। পাস করেছে ৭৮৭ জন। পাসের হার ৯৭.৪ পার্সেন্ট। জিপিএ-৫ পেয়েছে ১২৪ জন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৮১৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। পাস করেছে ৭৭৪ জন। পাসের হার ৯৪ শতাংশ।
ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় ৫১৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। মোট পাস করেছে ৫০৪ জন। পাসের হার ৯৮.২৫।
রয়েল মিডিয়া কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৬১২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। পাস করেছে ৫০০ জন। পাসের হার ৮১.৭।
আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ থেকে অংশ নেয় ৫৫৫ জন পরীক্ষার্থী। পাস করেছে ৪৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পাসের হার ৮২.১৬ পার্সেন্ট।
ফলাফলের পর প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রিন্সিপাল এনায়েত হোসেন।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির এ ফলাফল সবার সস্মিলিত প্রয়াস এবং প্রাতিষ্ঠানিক সুব্যবস্থাপনার সাফল্যের একটি উজ্জ্বল কৃতিত্ব।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএএএম/জেডএম