ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসিতে মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এইচএসসিতে মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের উল্লাস

ঢাকা: সদ্য ঘোষিত এইচএসসির ফলাফলে অসাধারণ সাফল্য বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। 

এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ৮৯৩ জন। পাসের হার ৯৯.৮৯ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ৫৯১ জন।  

কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০৮ জন। মানবিক বিভাগের ৮৮ পরীক্ষার্থীর সবাই কৃতকার্য  হয়েছে।

নিয়মিতভাবে এইচএসসিতে ভালো ফল অর্জনের কারণ হিসেবে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেছেন, ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় মনোযোগ ও অভিভাবকদের সহযোগিতা ছিলো বলেই আমরা বরাবরের মতো এবারও এইচএসসিতে ভালো ফলাফল অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।  

অধ্যক্ষ আরও বলেন, মাইলস্টোন কলেজে পড়তে আসা ছাত্রছাত্রীদের প্রথমদিন থেকেই নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ