জানা যায়, সরকারের এমপিওভুক্ত না হয়েই জাতীয়করণের তালিকায় রয়েছে কুষ্টিয়া দৌলতপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। ইতোপূর্বে তাদের শতভাগ ফেল করার রেকর্ড রয়েছে।
তবে এ বছর কলেজ থেকে ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন পাশ করেছে। এবার শিক্ষক ও ছাত্রীদের মনে আশার আলো জ্বালিয়েছে কলেজটি।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গতবছর আমাদের কলেজ থেকে কেউ পাশ করেছিল না। এ বছর ১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন পাশ করেছে।
তিনি আরো বলেন, কলেজটি এমপিওভুক্তি না হলেও ইতোমধ্যে জাতীয়করণের সব কাজ শেষ হয়েছে। চলতি বছরে ৭০ জন ছাত্রী ভর্তি হয়েছে। আশাকরছি এরা ভালো রেজাল্ট করবে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৭
আরএ