এইচএসসিতে এবার ফলাফলে শীর্ষে রয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে নাগেশ্বরী ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে ২১ জন জিপিএ-৫ পেলেও পাসের হার ৫৫ শতাংশ।
নারী শিক্ষার অগ্রদূত কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে শতকরা ৮৪ শতাংশ ছাত্রী পাস করলেও জিপিএ-৫ এ বিপর্যয় ঘটেছে। গত বছর এ কলেজে ৬৮ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে মাত্র ১৪ জন।
কুড়িগ্রাম জেলা শহরের মজিদা ডিগ্রি কলেজে পাসের হার ৮৩ শতাংশ। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
জেলার গ্রামাঞ্চলের অধিকাংশ কলেজের পাসের হার ৬০ শতাংশেরও নিচে। জিপিএ-৫ নেই বললেই চলে।
উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন ও উলিপুর সরকারি কলেজ থেকে ৫ জন জিপিএ-৫ পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জেডএস