রোববার (২৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এবার ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫৫ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ নিয়ে পাস করেছেন ৪৫ জন।
মির্জাপুর ক্যাডেট কলেজের ৪৮ শিক্ষার্থীর ৪৭জন জিপিএ-৫ পেয়েছেন। আর জিপিএ-৫ এর বেশি রেজাল্ট করেছেন ১ জন।
রাজশাহী ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৫৬ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন। আর দু’জন শিক্ষার্থী জিপিএ-৪ পেয়ে পাস করেছেন। সিলেট ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ শিক্ষার্থীর সবাই পেয়েছেন জিপিএ-৫।
জিপিএ-৫ পেয়ে পাস করেছেন রংপুর ক্যাডেট কলেজের ৫১ শিক্ষার্থী। একই ফল করেছেন বরিশাল ক্যাডেট কলেজের ৫৪ জন ও পাবনা ক্যাডেট কলেজের ৪৮ শিক্ষার্থী।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। জিপিএ-৪ এর বেশি পেয়েছেন ৫ শিক্ষার্থী।
কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৭ শিক্ষার্থী। জিপিএ-৪ এর বেশি পেয়ে পাস করেছেন একজন। ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৭ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫২ ছাত্রী। আর জিপিএ-৪ পেয়েছে পাঁচজন।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৩৯ ছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। আর একজন ছাত্রী জিপিএ-৪ পেয়ে পাস করেছেন এইচএসসি।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আইএসপিআর/এমএ/