ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই  ছবি: রানা/বাংলানিউজ

আমি নিগার হাসান পূর্বা, এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। 

প্রথমত আজকে ‘এ প্লাস’ পাওয়ার জন্য প্রথম শুকরিয়া জানাই মহান আল্লাহর প্রতি। তারপরে আমার মা-বাবকে ধন্যবাদ; যারা এতো কষ্ট করেছেন, সময় দিয়েছেন আমাদের।

 

আজকের এ ফলাফল অর্জন করতে পেরেছি আমার মা-বাবা আর কলেজের শিক্ষকদের জন্য। এ খুশি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।  

সত্যিই আজ এটা অনেক বড় প্রাপ্তি। আশা করি সামনের বাধাও দূর করতে পারবো ও জীবনে বড় কিছু হতে পারবো। ভবিষ্যতে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই।  

ইনশাআল্লাহ কঠোর পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফল আমি পাবোই। আর এই ফল অর্জনের জন্য মা-বাবর দোয়া এবং নিজ পরিশ্রম প্রয়োজন। যে কষ্ট করবে তার সফলতা আসবেই।
 
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআইজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ