সোমবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সাত কলেজের প্রতিনিধিরা।
এতে লিখিত বক্তব্যে তিতুমীর কলেজ প্রতিনিধি রিয়াজ মাহমুদ বলেন, ‘আল্টিমেটামের দ্বিতীয় দিন ২৩ জুলাই (রোববার) ঢাবি উপাচার্য সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, ‘রোববার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। সেশনজট নিরসন, ফলাফল বিপর্যয়রোধ, যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া, নিয়মিত ক্লাস না হওয়া, পর্যাপ্ত শিক্ষক এবং এই সাত কলেজের নীতিমালা প্রণয়নে কোনো উল্লেখযোগ্য আলোচনা আমরা দেখছি না। আমরা মনে করি আমাদের নৈতিক ও যৌক্তিক যে দাবি সে দাবি পূরণ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। ’
সংবাদ সম্মেলন থেকে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী সিদ্দিকের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়। পাশাপাশি সাত দফা দাবি বাস্তবায়নসহ দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া এবং ১ হাজার ২শ’ শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি নজরুল কলেজের প্রতিনিধি আসাদ নূর, ঢাকা কলেজ প্রতিনিধি আব্দুর রহমান, ইডেন কলেজের প্রতিনিধি নবীনা আখতার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসকেবি/জিপি