বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফজলুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজা আক্তার এ নোটিশ পাঠান। ২৩ (রোববার) নোটিশটি পাঠানো হলেও সোমবার (২৪ জুলাই) ফজলুর রহমান বিষয়টি প্রকাশ করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাংলানিউজকে উল্টো প্রশ্ন করেন, ‘আপনি নোটিশের খবর পেলেন কোথায়?’ পরে তিনি বলেন, যেহেতু এটি আইনের বিষয় তাই এটি আইনের মানুষ দিয়ে দেখতে হবে।
অতিরিক্ত রেজিস্ট্রার ফজলুর রহমান এ বিষয়ে বাংলানিউজকে বলেন, যোগ্যতা অনুযায়ী টাইমস্কেল প্রাপ্য হলেও আমাকে বঞ্চিত করা হয়েছে। ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৯৫তম সভায় তার আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে উপাচার্যকে প্রদত্ত নোটিশে তিনদিনের মধ্যে বর্ণিত দাবির সমাধাণ করার আহ্বান জানিয়েছেন আইনজীবী খাদিজা আক্তার।
বিষয়টি নিয়ে জানতে উপাচার্যের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
জিপি/