মো. অহিদুজ্জামান অহি ও মো. অলি উজ্জামান অলি নামে এ দুই ভাই ঢাকার নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে থেকে পরীক্ষায় অংশ নেয়।
জিপিএ-৫ পাওয়া অহি ও অলির বাবা মো. আবদুল হালিম বেতাগী পৌরসভার বাসিন্দা।
আগেও ফলাফলে তারা পিছিয়ে সমান সাফল্য দেখিয়েছিলেন। পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও জমজ দু’জন জিপিএ-৫ লাভ করে কৃতিত্ব দেখায়। তাদের এ সাফল্যে পরিবার যেমন খুশি, তেমনি গর্বিত এলাকাবাসীও।
বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির বাংলানিউজকে জানান, ‘অহি ও অলি দু’জনই অত্যন্ত মেধাবী। প্রতিটি পরীক্ষায় ধারাবাহিকভাবে একইসঙ্গে সাফল্য ধরে রাখা খুবই বিরল। আমার প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী হিসেবে এ ফলাফলে আমি আনন্দ অনুভব ও তাদের উন্নতি কামনা করছি।
অহি ও অলির মা সাবিনা ইয়াসমিন নিপু বাংলানিউজকে জানান, তাদের অভ্যাস ও পছন্দ-অপছন্দ প্রায়ই কাছাকাছি এবং জন্ম থেকেই একে অপরের প্রতি সহানুভূতিশীল। এ কারণে তাদের নিয়ে লেখাপড়ায়ও এ পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি।
সন্তানদের এ কৃতিত্বে পরম করুণাময়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আলাপ করলে দুই ভাই জানায়, অহি চিকিৎসক এবং অলি প্রকৌশলী হতে আগ্রহী। এ জন্য তারা সবার দোয়া চায়। অহি ও অলি বাংলানিউজকে বলে, প্রকৃত মানুষ হিসেবে বেড়ে ওঠার পাশাপাশি জনকল্যাণ ও উন্নয়নে কাজ করে দেশকে তারা আরও অনেক দূর এগিয়ে নিতে চায়।
বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এইচএ