ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‌ব‌বি ভি‌সির অপসারণের দাবিতে মি‌ছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
‌ব‌বি ভি‌সির অপসারণের দাবিতে মি‌ছিল-সমাবেশ ‌ব‌বি ভি‌সির অপসারণের দাবিতে মি‌ছিল-সমাবেশ

ব‌রিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করার প্রতিবাদে ভাইস চ্যান্সেলরের (ভিসি) অপসারণের দাবিতে সাতদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে নগরের সদর রোডস্থ হিরন স্কয়ারে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ইকবালের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর বরিশাল জেলার সভাপতি সৈয়দ আনিছুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহেদ সবুজ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হয়নি। এজন্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ভিসিকে অপসারণের জোর দাবি জানিয়েছেন তারা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্কৃতিজন সৈয়দ দুলাল, শান্তি দাস, কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাসদ সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাম সরোয়ার রাজিব, যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, ছাত্রলীগ জেলা সভাপতি সুমন সেরনিয়াবাতসহ সমাজের বিভিন্ন স্তরের নেতারা।

পরে ভিসি অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বাংলা‌দেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ