বুধবার (২৬ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর ভবনে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের বিশেষ সভায় সবার সম্মতিক্রমে ড. হালিমা খাতুনকে পরবর্তী দুই বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সভাপতি নিয়োগ দেওয়া হয়।
ড. হালিমা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ২৫ আগস্ট বাগেরহাট জেলার বাদেকাড়াপাড়া গ্রামে।
তিনি গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের একজন সদস্য এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের উপদেষ্টা হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন হালিমা খাতুন।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি তাহরুন্নেসা আব্দুল্লাহ দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কারণে সভাপতির পদ থেকে অব্যাহতি নেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
জিপি/