শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার বিষয়ে সম্মত হয়েছেন এবং উক্ত দাবিগুলো দ্রুত মীমাংসার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
বুধবার (জুলাই ২৬) দুপুরে এ সংক্রান্ত একটি প্রেসবিজ্ঞপ্তি ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
তবে কর্তৃপক্ষের এ আশ্বাসে আন্দোলন স্থগিত বা প্রত্যাহারের ঘোষণা দেয়নি শিক্ষার্থীরা। তারা বুধবার পঞ্চম দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ও আন্দোলনকারী শিক্ষার্থী ফিরোজুল ইসলাম নয়ন বাংলানিউজকে জানান, ২২ দফা দাবি মানার আশ্বাস দেয়া হয়েছে, তবে ভিসি স্যার এসে না বলা পর্যন্ত এর কার্যকারিতা কতটুকু তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই আন্দোলন স্থগিত বা প্রত্যাহারের কোন সিদ্ধান্ত এখনো হয়নি।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমএস/আরআই