ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আগস্ট নিয়ে কটূক্তিতে শাবিপ্রবি শিক্ষকের পদাবনতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
আগস্ট নিয়ে কটূক্তিতে শাবিপ্রবি শিক্ষকের পদাবনতি

(শাবিপ্রবি): শোকাবহ আগস্ট নিয়ে কটূক্তির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মঞ্জুরুল হায়দার সুমন নামে এক সহকারী অধ্যাপককে প্রভাষক পদে পদাবনতি করা হয়েছে। 

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের জন্য বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে।

গত ১৫ জুলাই এক ফেসবুক স্ট্যাটাসে আগস্ট মাসকে আনন্দের মাস বলে উল্লেখ করেন শিক্ষক সুমন।

এ ঘটনায় আওয়ামীপন্থী শিক্ষকসহ বিভিন্ন মহলে বিচার দাবি করা হয়। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে।

এ প্রসঙ্গে মঞ্জুরুল হায়দার বাংলানিউজকে বলেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি আগস্ট নিয়ে কটূক্তি করতে পারে? আমি কটূক্তি করিনি। শাস্তির বিষয়টি শুনেছি। আমি এর প্রতিকার চেয়ে আবেদন করবো।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ