রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর দ্বিতীয় মেয়াদে পরবর্তী চার বছরের জন্য তাকে পুনরায় নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
দ্বিতীয় মেয়াদে ৪ বছর হলেও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়কাল শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।
ভাইস-চ্যান্সেলর হিসেবে ড. আলাউদ্দিন তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।
গত ৩ মে ড. আলাউদ্দিনের নিয়োগের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকেই পদটি শূন্য ছিল।
এদিকে আগামী শনিবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন বলে বাংলানিউজকে জানান অধ্যাপক ড. মো: আলাউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমআইএইচ/এমএ