বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের (ইউএনআইসি) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফীসহ প্রমুখ।
সম্মেলনে টেকসই ভবিষ্যতের জন্য যথাযোগ্য নীতিনির্ধারণ, নানাবিধ বিষয়ে পারস্পরিক সমঝোতা প্রভৃতি বিষয়ে বিতর্ক ও আলোচনা হয়েছে।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছে।
২০১৫ সালের ২০ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস্ অ্যাসোসিয়েশন (জেইউমুনা) যাত্রা শুরু করে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
জিপি