রোববার (৩০ জুলাই) জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)’র সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৪টি দল মূলপর্বে অংশ নেয়। এতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট গান, আবৃত্তি, মুকাভিনয় ও নৃত্য পরিবেশন করে ১ম স্থান অধিকার করে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আরআর