সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করেন।
এ বিষয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, আমরা মামলা প্রত্যাহারের দাবিতে সকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছি।
গত ২৭ মে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার দাবিতে
আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ঘেরাও ও ভাংচুর করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ৫৪জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিএস