মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে চলচ্চিত্র আর্কাইভের সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রাবি চলচ্চিত্র সংসদের (রাবিচস) প্রতিষ্ঠাতা সভাপতি ড. সাজ্জাদ বকুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাবিচসের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাবির গণযোগাযোগ-সাংবাদিকতা বিভাগের শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ড. সাজ্জাদ বকুলকে সভাপতি এবং রাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. ইমরুল কায়েস অনিবার্ণকে সাধারণ সম্পাদক মনোনীত করে এ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাবিচসের সহ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিবুর রহমান, প্রকাশনা সম্পাদক আল শাহরিয়ার সুমন, শম্পা বিশ্বাস ও সাব্বিরুল ইসলাম।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (রাবিচস) একটি সহযোগী সংগঠন হিসেবে কয়েক মাস আগে এ আর্কাইভ গড়ে তোলার কাজ শুরু হয়। ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র আর্কাইভ’ (আরইউএফএ) নামে এ আর্কাইভে দেশ-বিদেশের কালজয়ী চলচ্চিত্রসহ সাম্প্রতিক নানা চলচ্চিত্রের সিডি-ডিভিডি-হার্ডড্রাইভ কপি, চলচ্চিত্র বিষয়ক পোস্টার, চলচ্চিত্র বিষয়ক নানা বই, পত্রপত্রিকা-জার্নাল সংরক্ষিত থাকবে। পাশাপাশি এ আর্কাইভে রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে নির্মিত চলচ্চিত্রের কপি সংরক্ষিত করা হবে।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
আরবি/