বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এক বিক্ষোভ-সমাবেশে এ শঙ্কা প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক মাসুদ আল মাহদী।
তিনি বলেন, আমরা সেদিন শান্তিপূর্ণভাবে ছাত্র প্রতিনিধি নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি জানাতে গিয়েছিলাম।
ঢাবি উপাচার্যকে উদ্দেশ্য করে শিক্ষার্থী আরশাদুল হক বলেন, আপনি প্রথমবার উপাচার্য হওয়ার পর আপনার দেওয়া (বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু) নির্বাচনের অঙ্গিকার পূরণ করেননি। টানা দুইবার উপাচার্যের ক্ষমতায় থাকার পরেও ডাকসু নির্বাচন দিতে পারেননি। এর দ্বারা আপনি বিশ্ববিদ্যালয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।
অবিলম্বে ডাকসু নির্বাচন ও ছাত্রদের ওপর শিক্ষকদের হামলার বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। যারা নেতৃত্ব দিচ্ছেন অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও একই বিভাগের শিক্ষক।
সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এসকেবি/ওএই/