বুধবার (২ আগস্ট) কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল স্বাক্ষরিত এক পত্রে শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, BGEians Democrat নামে একটি পেজে বিভাগীয় বিভিন্ন বিষয়ে অশালীন, অসম্মানজনক, আপত্তিকর ট্রলিং এবং মন্তব্য প্রকাশ পাওয়ায় বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীদের (বৃহস্পতিবার) সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্যদের সামনে উপস্থিত থাকার জন্য আদেশ করা হয়েছে।
ফেসবুক পেজটিতে শিক্ষকদের বিরুদ্ধে কী ধরনের সমালোচনা করা হয়েছে এ বিষয়ে কথা বলতে নারাজ বিভাগীয় শিক্ষকরা।
জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল বলেন, এটা আমাদের বিভাগীয় ব্যাপার। তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় করেনি, করেছে বিভাগ। এটা একটা ফ্যামিলি ম্যাটারের মতো। বিষয়টি আমরা পরিবারের মধ্যে রাখতে চাই। আমরা চাই বিষয়টি পারিবারিকভাবে সমাধান হোক।
নাম প্রকাশ না করার শর্তে বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, পেজটিতে শিক্ষকরা পড়াতে পারেন না, গুগল থেকে স্লাইড ডাউনলোড করে ক্লাসে পড়ান, সিলেবাসের বাইরের বিষয় যেগুলো স্যাররা পারেন সেগুলো পড়ান- এ ধরনের সমালোচনা ছিল।
যারা যারা পেজে প্রকাশিত বিভিন্ন পোস্টে লাইক-কমেন্ট করেছে তাদের সবাইকেই তদন্ত কমিটিতে ডাকা হয়েছে।
এদিকে অনিবার্য কারণ দেখিয়ে বিভাগটির ৪২ ও ৪৩তম ব্যাচের চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক মো. শরিফ হোসেন বলেন, এটা যেহেতু বিভাগীয় বিষয়, সুতরাং অভ্যন্তরীণভাবেই এর সমাধান করা হবে। বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন অক্ষুণ্ন থাকে এ জন্যই শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এএ