রোববার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন বলেন, বাজেট নিয়ে রাজনীতিবিদদের মধ্যে সব সময়ই মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়।
তিনি আরও বলেন, উন্নয়নের সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক বিষয়াবলি জড়িত। ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণের টাকা আদায় করা সম্ভব হলে নানাবিধ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা সহজ হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ব্যক্তি বা গোষ্ঠীর পরিবর্তে প্রতিষ্ঠান দ্বারা দেশ পরিচালিত হলে জনসাধারণের অধিকার ও সম্পদ ব্যবস্থাপনায় ন্যায্যতা নিশ্চিত হবে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় শিক্ষার্থী মো. মনির হোসেন, রফিকুল ইসলাম, ইশতিয়াক রায়হান ও জায়েদ বিন সাত্তার।
অর্থশাস্ত্র পাঠচক্রের প্রতিষ্ঠাতা ও বিভাগের সহযোগী অধ্যাপক আসরারুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক খন্দকার মো. আশরাফুল মুনিম, এ এইচএম শহীদ শামি, মো. আলাউদ্দিন, মোহাম্মদ লুৎফর রহমানসহ বিভাগের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এমজেএফ