সোমবার (৭ আগষ্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন।
এসময় তারা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কেরানীগঞ্জ এর ২৫০ একর জমি দ্রুত অধিগ্রহণ করে নির্মাণ কাজ শুরু করার জোর দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে ছাত্রফ্রন্টে একাংশের সভাপতি মুজাহিদুল ইসলাম অনিক বলেন, “ আর কালক্ষেপণ না করে অতি দ্রুত প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করুন। না হলে পরবর্তিতে আন্দোলনের ডাক দেওয়া হবে। হাজার হাজার শিক্ষার্থীর অধিকার নিয়ে আর ছিনিমিনি খেলবেন না।
এসময় জবি শাখা ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি মেহরাব আজাদ, অন্য অংশের সভাপতি মুজাহিদুল অনিক, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
ডিআর/এএটি/