ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে জাতীয় শোক দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
শেকৃবিতে জাতীয় শোক দিবস পালিত

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) যথাযথ মর্যাদায় পলিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে ভোর সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা গোল চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত ও শোক পতাকা উত্তোলন করে শোক দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী।  

সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর একটি শোক র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোক র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। র‌্যালি শেষে ক্যাম্পাসে গাছ লাগানো হয়।

শোক দিবসের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল কোরআন খানি, মিলাদ মাহ্ফিল, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।