ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

 নোবিপ্রবিতে শিক্ষার্থী বহিষ্কার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
 নোবিপ্রবিতে শিক্ষার্থী বহিষ্কার 

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের অষ্টম ব্যচের শিক্ষার্থী তানভীর নেওয়াজ পিয়াসকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলে জাতীয় শোক দিবসের খাবার বিতরণকালে কর্তব্যরত শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ঘটনা তদন্তে হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞাকে আহ্বায়ক করে নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এতে ইএসডিএম বিভাগের চেয়ারম্যান জয়ন্ত কুমার বসাক ও ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের লেকচারার মো. রুবেল মিয়াকে সদস্য করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।