ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষা স্থগিত

ঢাকা: বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালযের অধিনে ২০১৫ সালের শুধুমাত্র ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ১৯, ২০ এবং ২১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তিতে জানানো হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিনের পরীক্ষা অপরিবর্তিত থাকবে।

এরআগে বন্যার কারণে ১৩, ১৬ ও ১৭ আগস্টের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

১৫ জুলাই (শনিবার) সারা দেশে ৬৯৪টি কেন্দ্রে এক হাজার ৬৭২টি ডিগ্রি কলেজের দুই লাখ ১০ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণে এ পরীক্ষা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।