ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আবারও স্থগিত হলো ইবির অধীনে ফাযিল পরীক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
আবারও স্থগিত হলো ইবির অধীনে ফাযিল পরীক্ষা

ইবি: সারাদেশে চলমান বন্যা পরিস্থিতির অবনতির কারণে আবারও স্থগিত করা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাযিল পরীক্ষা।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু বাংলানিউজকে এ তথ্য জানান।

জানা যায়, সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতির কারণে আগামী ২০, ২১, ২২ এবং ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফাযিল পরীক্ষা স্থগিত করা হয়।

 

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নির্দিষ্ট তারিখ পরে জানিয়ে দেয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।

পরীক্ষার স্থগিত হওয়া সম্পর্কিত নোটিশ শনিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu ac.bd) তে পাওয়া যাবে।

এর আগে একই কারণ দেখিয়ে ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থাগিত করা হয়।      

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।