ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির নতুন উপাচার্যের যোগদান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
শাবিপ্রবির নতুন উপাচার্যের যোগদান অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

সোমবার (২‌১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাদশ উপাচার্য হিসেবে তিনি যোগদান করেন।

এদিন সকালে বিমানযোগে সিলেটে পৌঁছে প্রথমে তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।

পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে নতুন উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করাই আমার একমাত্র লক্ষ্য।

ইতোপূর্বে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির টানা চার বার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দুইবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া অধ্যাপক ফরিদ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিভিন্ন স্টাটিউটরি বডির সদস্য হিসেবে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।