একই সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগে একই বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনকে তিন বছর প্রমোশন বাতিল, ৫ বছর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে বিরত থাকা এবং ৩ বছরের ইনক্রিমেন্ট বাতিল করেছে সিন্ডিকেট।
মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ৪(১) এফ ধারায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
অন্যান্য সিদ্ধান্তগুলো হলো- অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা ওয়ালিদ হাসান মুকুটকে বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ ৮৪ হাজার টাকা পরিশোধ এবং হল থেকে নেমে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে অসংগতির অভিযোগে ‘এফ’ ইউনিটের সদ্যস্য ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলমসহ অন্যান্যদের সতর্ক করা হয়েছে।
এছাড়া আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আইন ও মুসলিম বিভাগ এর নাম ‘আইন বিভাগ’, একই অনুষদভুক্ত আল ফিকহ পরিবর্তন করে ‘আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ করা হয়েছে এবং ফলিত পদার্থ বিজ্ঞান ইলেক্ট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পরিবর্তন করে ‘ট্রিপল-ই’ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
আরবি/