শুক্রবার (২৫ আগস্ট) উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা দাখিল মাদ্রাসা মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইয়ুথ ফর দ্য নেশন গমেক শাখার সদস্যরা।
টেক্স প্রেগো ট্রেডিংয়ের সহযোগিতায় ইয়ুথ ফর দ্য নেশন বন্যার্ত প্রতি পরিবারকে চাল, ডাল, তেল, আলু ছাড়াও নগদ ১০০০ টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা প্রদান করে।
ইয়ুথ ফর দ্য নেশন গমেক শাখার সভাপতি ডা. নাজমুল হোসাইন বলেন, আমরা দেশব্যাপী বন্যা দুর্গতদের সঙ্গে কাজ করতে চাই। জামালপুরের বন্যা দুর্গতদের শুধু ত্রাণ দিয়েই নয়, বন্যা পরবর্তী চিকিৎসা, পুর্নবাসন এবং কৃষিক্ষেত্রেও সাহায্য করতে চাই।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর দ্য নেশন গমেক শাখার সভাপতি ডা. নাজমুল হোসাইন, ডা. শরীফুর রহমান অনু, টেক্সপ্রেগোর সিএসআর অ্যাডমিন খন্দকার সালেক, বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের সভাপতি মুন্নি আক্তার, সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন মানিকসহ অন্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এএটি/