ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
রাবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক (পিআরএল) একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক (পিআরএল) একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফকে রাবি কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিতে সম্মতি দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বাংলানিউজকে বলেন, টেলিফোনে আমাকে কোষাধ্যক্ষ নিয়োগের কথা বলা হয়েছে। শিক্ষা

মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তবে অফিসিয়াল ফ্যাক্স এখনো পাইনি।

তিনি আরো জানান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান বর্তমানে হজে আছেন।  তিনি দেশে আসার পর দায়িত্বে নেবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।