আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ২৪ সেপ্টেম্বর দিনগত রাত ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৬ অক্টোবর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়েরে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন রোববার সকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকায় ২০১২, ১৩, ১৪, ১৫ সালে এসএসসি ও সমমান এবং ২০১৬ ও ১৭ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে। ’
পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদনের সঙ্গে ‘এ’ ইউনিটের জন্য ৮২৫, ‘বি’ ইউনিটে ৩৩০, ‘সি’ ইউনিটে ৭১৫, ‘ডি’ ইউনিটে ৪৯৫, ‘ই’ ইউনিটে ৭৭০, ‘এফ’ ইউনিটে ৬০৫, ‘জি’ ইউনিটে ৪৪০, ‘এইচ; ইউনিটে ৫৫০, ‘আই’ ইউনিটে ৩৮৫, ‘জে’ ইউনিটে ২৭৫ এবং ‘কে’ ইউনিটের জন্য সার্ভিস চার্জসহ ২৭৫ টাকা ডাচ-বাংলা মোবাইল (রকেট) ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনে যোগ্যতার বিষয়ে তিনি জানান, মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
১০ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে তিনি জানান।
এছাড়া আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd তে প্রকাশ করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এসএস/আরআর