মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্নাতক ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এ বছর আবেদনের নূন্যতম যোগ্যতা এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ ৯ নির্ধারণ করা হয়েছে। আগের মতো এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে মোট ১ হাজার ২০০ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে মোট ১২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এছাড়াও আবেদনসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, উপ উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীসহ ভর্তি কমিটির অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
আরবি/