বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
উপাচার্য বলেন, পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এ ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।
অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।
এ সময় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা বেলা ১১টা পর্যন্ত চলবে।
এ বছর ‘গ’ ইউনিটের অধীনে এক হাজার ২শ’ ৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৩শ’ ১১জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এসকেবি/জিপি