ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে দু’দিন ব্যাপী নাট্য উৎসব শুরু রোববার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
ঢাবিতে দু’দিন ব্যাপী নাট্য উৎসব শুরু রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নাট্য সংসদের উদ্যোগে প্রথমবারের মতো দু’দিন ব্যাপী নাট্য উৎসব শুরু হচ্ছে রোববার (১৭ সেপ্টেম্বর)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবেরে প্রথম দিনে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এর উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

উৎসবের প্রথম দিন উদ্বোধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় ‘রুটস অ্যান্ড উইংস’ নাটকটি মঞ্চায়িত হবে। এটির নির্দেশনা দিয়েছেন উক্ত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক।  

উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনা ‘টুয়েলভ অ্যাংরি মেন’ মঞ্চায়িত হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন আরিফুর রহমান।

‘মঞ্চ হোক মুক্তির পথ’ এই মূলমন্ত্র ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে থিয়েটারকে ছড়িয়ে দিতে ২০১৬ সালের ১ ডিসেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।