পরে এ ক্লাসরুমে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) সেমিনার অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নেটওয়ার্কিং সাব-প্রজেক্টের ম্যানেজার অধ্যাপক ড. তাজুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের পরিচালক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু কালাম, মো. ফরিদ উল ইসলাম, ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. পরিমল চন্দ্র বর্মণ।
বিশ্ববিদ্যালয়টিতে ভার্চুয়াল ক্লাসরুমটি উদ্বোধনের ফলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা, সভা-সেমিনার পরিচালনা করা অত্যন্ত সহজ হবে।
ক্লাসরুমের আধুনিকায়নের জন্য আর্থিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনজমেন্ট প্রজেক্ট (হেকেপ) প্রকল্প।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আরআইএস/