সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।
এছাড়া DU GA লিখে roll no টাইপ করে 16321 নম্বরে যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে send করলে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবেন।
গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ২৯ হাজার ৩১৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৮ হাজার ২৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪ হাজার ১৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। অনুপস্থিত থাকেন এক হাজার ৬৫ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ১৪ দশমিক ৭৫ ভাগ। এ ইউনিটে মোট আসন সংখ্যা ১২৫০টি।
পাসকৃত মেধাক্রম ১ থেকে ১২৫০তম স্থানকারী ছাত্র-ছাত্রীদেরকে ২৫ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এর মধ্যে বিষয় পছন্দ সাপেক্ষে ফরম পূরণ করতে হবে।
কোটায় আবেদনকারীরা ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে কোটার ফরম বিজনেস অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে ডিন অফিসে আবেদন করা যাবে।
এ ইউনিটটির মাধ্যমে শিক্ষার্থীরা ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেমস, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও অর্গানাইজেশন স্ট্র্যাটিজি অ্যান্ড লিডারশিপ বিভাগে ভর্তির সুযোগ পাবেন।
'চ' ইউনিটের লিখিত পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ১৩ হাজার ৪৭৮ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৭৪ জন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৫৫২ জন ড্রয়িং পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ‘গ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসকেবি/জেডএস