বুধবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ বছর ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন, ইউকের অধীনে ৫৬ জন ছাত্র-ছাত্রী ‘ও’ লেভেল পরীক্ষায় অংশ নিয়ে শতকরা ৮৫ দশমিক ০৭ জন কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।
বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অভিজ্ঞ অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও সকলের নিরলস প্রচেষ্টায় বিএএফ সেমস প্রত্যেক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রীদের সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রেখে চলেছে। এভাবে বিএএফ সেমস একটি আদর্শ ও ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ওএইচ/