বুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ সমাপনী উৎসব অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন ২২ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আনুষ্ঠানিক অনুষ্ঠান ও স্লাইড শো এবং বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবং তৃতীয় দিন ২৩ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠানের সমাপনীর দিন বিকেল সাড়ে ৪টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাস ও ট্রাকযোগে ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়, নতুনরাস্তার মোড়, বয়রা বাসস্ট্যান্ড, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, জয়বাংলা মোড় এবং জিরো পয়েন্ট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছাবে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমআরএম/ওএইচ/