রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের [কলা অনুষদ, সামাজিকবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস (আইএমএল) অন্তর্ভুক্ত)] স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘বি’ ইউনিটের ৭৭৮টি আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে ৩৮৯০ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ‘বি’ ইউনিটে ১৮,৭৬৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল। ‘বি’ ইউনিটের ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের তথ্যাদি পরবর্তীতে জানানো হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (www.jnu.ac.bd) -এ পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ডিআর/এএটি