ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পূজার ছুটি শেষে রোববার খুলছে জবি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
পূজার ছুটি শেষে রোববার খুলছে জবি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: দুর্গাপূজা, আশুরা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে রোববার (৮ অক্টোবর) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত মাসের ২৭ তারিখ এ ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, দুর্গাপূজা ও মহররম (আশুরা) উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর (বুধবার) থেকে ১ অক্টোবর (রবিবার) পর্যন্ত এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ৫ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ ঘোষণা করা হয়।

তবে ৬ ও ৭ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় এই দুইদিনও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে।

৮ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় কার্যক্রম, ক্লাস-পরীক্ষা ও সকল প্রশাসনিক দপ্তর খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
ডিআর/ আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।