ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লবণাক্ত পানি ঢুকে ভূগর্ভস্থ স্তরের ভারসাম্য নষ্ট হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
লবণাক্ত পানি ঢুকে ভূগর্ভস্থ স্তরের ভারসাম্য নষ্ট হচ্ছে ‘ভূগর্ভস্থ পানি দূষণের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বক্তারা বলেছেন, কক্সবাজার শহর ও সেখানকার আশপাশের জলাধারগুলোতে লবণাক্ত পানি ঢুকে ভূগর্ভস্থ পানির স্তরের ভারসাম্যতা নষ্ট হচ্ছে। 

বুধবার (১১ অক্টোবর) ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।  

বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘ভূগর্ভস্থ পানি দূষণের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের  এনভায়নমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ এম এম শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ন কবীর।  

বক্তারা বলেন, সমুদ্রের লবণাক্ত পানি কক্সবাজারে হোটেল-মোটেল জোনসহ পার্শ্ববর্র্তী এলাকার ভূগর্ভস্থ পানির আধারে প্রবেশ করে পানযোগ্য সুপেয় পানিকে দূষিত করছে। সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।