ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ফানুস উড়লো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
বেরোবিতে ফানুস উড়লো বেরোবিতে ফানুস উড়লো, ছবি: বাংলানিউজ

বেরোবি,(রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নবম বর্ষ পেরিয়ে এক দশকে পদার্পণ করছে।

এ উপলক্ষে বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন ফানুস উড়ানোর আয়োজন করে।

উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর মাঠে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় শিক্ষার্থীর উৎসাহ উদ্দীপনা নিয়ে এতে অংশ নেন।

বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামসুল হকের সঞ্চলনায় এতে কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক ও বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: মোরশেদ হোসেন, বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত  প্রক্টর,  অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনিবার্হী পর্ষদের  সদস্যরা, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।