বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
লিখিত বক্তব্যে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের জালিয়াতি ঠেকাতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার অধ্যাপক এম আব্দুল বারী, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস শিল্পী, আইসিটির পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা প্রমুখ।
আগামী ২২ থেকে ২৬ অক্টোবর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদে ৫৯টি বিভাগে কোটাসহ মোট ৪ হাজার ৬৩৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ১৬ হাজার ১২০ জন। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রতি আসনে লড়বে ৬৮ জন ভর্তিচ্ছু।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আরবি/