ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে আনন্দ শোভাযাত্রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে আনন্দ শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকাসহ সারাদেশের কলেজসমূহে আনন্দ শোভাযাত্রা করেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় অভিন্ন ব্যানারে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় যোগ দেন।

এসময় কলেজের গভর্নিং বডির সভাপতি এ এস মাহমুদ, সদস্য গোলাম দস্তগীর গাজী, বীর প্রতিক, কলেজ অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতারসহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বেইলি রোড, অফিসার্স ক্লাব হয়ে পুনরায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে গিয়ে সমাপ্ত হয়। এরআগে কলেজে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য।

অপরদিকে, প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান রাজধানীর তেজগাঁও কলেজ, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু মিরপুর কলেজ, কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ আলহাজ মকবুল হোসেন কলেজ আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ২৫ ও ২৬ অক্টোবর গাজীপুর ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।