শনিবার (২১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান আজিজুল হক বলেন, ‘পৃথিবী সংবাদ নির্ভর হয়ে যাচ্ছে। সংবাদ শুকনো, কঠিন, রসালো হতে পারে। খবরই দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। খবরের কাগজের দুটো দিক আছে। একটি দিক সমাজ রাষ্ট্র তৈরি করতে পারে, অন্য দিকটি ধ্বংস করতে পারে। ’
তিনি বলেন, ‘অন্ধকারে থাকা ভালো কিন্তু বিষাক্ত আলোতে বসবাস করা ঠিক নয়। বিষাক্ত আলোর মধ্যে বসবাস করাটা শেষমেষ মৃত্যু ডেকে আনে। ’
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে এ কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির (রুরু) ৩৫ জন সদস্য অংশগ্রহণ করে।
রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হুসাইন মিঠুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, পিআইবি’র সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান।
স্থানীয়ভাবে প্রশিক্ষণ কর্মশালার সমন্বয় করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।
কর্মশালায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে।
কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন কথাসাহিত্যক হাসান আজিজুল হক।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
আরবি/