শনিবার (২১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিট-এর ভর্তি পরীক্ষার ‘প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
সংবাদ প্রকাশে বিস্মিত ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যে প্রক্রিয়ায় প্রশ্ন প্রণয়ন ও মুদ্রণ হয় তা এতোটাই গোপনীয়তার মধ্যে করা হয় যে, তাতে ‘প্রশ্নপত্র ফাঁস’-এর কোনো সুযোগ নেই। কোনো কোনো গণমাধ্যমের দাবি অনুযায়ী আগের রাতে তাদের কাছে ফাঁস হওয়া প্রশ্নপত্র পৌঁছে থাকলেও সে বিষয়ে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারা প্রশাসনকে অবহিত না করে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হবার কয়েক ঘণ্টা পর সংবাদ আকারে প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসকেবি/এসএইচ