বুধবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে নৃত্য পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি, কৌতুক ও নাটিকা প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে একযুগ পূর্তির এ ‘আনন্দ উৎসব’ উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শুধু আনন্দ লাভ হয় তা না, শিক্ষার্থীদের মনন বিকাশেও ভূমিকা রাখে।
এসময় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. পারভীন আক্তার জেমী।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দফতরের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ডিআর/ওএইচ/