বুধবার (২৫ অক্টোবর) দুপুরে অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের ২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক হলেন শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মনির উদ্দীন।
এ বিষয়ে শিক্ষক শেখ মুনির উদ্দীন বাংলানিউজকে বলেন, ‘আমি ক্লাস শেষে পিয়নসহ রুমে প্রবেশ করি। এ সময় দুই শিক্ষার্থী আমার রুমে আসে। তারা পিয়নকে হাতের ইশারায় সরে যেতে বলে। এরপর তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে টেবিলের ওপর ফেলে দেয়। পরে দৌড়ে আমি নিচে নেমে পড়ি। এ সময় অন্য শিক্ষার্থীরা আসলে তারা চলে যায়’।
জানতে চাইলে রাকীবুল হাসান ফরাজী বাংলানিউজকে বলেন, ‘তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে গেলে, কথা কাটাকাটি হয়। এর আগে তিনি আমাদের রেজাল্ট খারাপ করে দিয়েছিলেন’।
পিটব বিশ্বাস বাংলানিউজকে বলেন, ‘আমরা তাকে ধাক্কা দিইনি। তিনি আমাদের মাস্টার্স পরীক্ষার রেজাল্ট খারাপ করে দিয়েছেন’।
রেজাল্ট খারাপ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষক শেখ মুনির উদ্দীন বলেন, তাদের যদি আমার বিষয়ে কোনো অভিযোগ থাকে তা বিভাগে দিবে। আমাকে কেনো শারীরিকভাবে লাঞ্ছিত করবে?
ওই বিভাগের চেয়ারপারসন সাবরিনা শাহনাজ এ বিষয়ে কোনো মন্তব্য না করে সরাসরি তার সঙ্গে দেখা করতে বলেন।
অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার হোসেন বাংলানিউজকে বলেন, আমি ঘটনা শুনেছি। যদিও তা প্রক্টরিয়াল টিমের কাজ। আমরা অনুষদ থেকে যা করণীয় অবশ্যই করবো।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসকেবি/জিপি